রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মহেশখালীতে অস্ত্রসহ একজন গ্রেপ্তার 

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালীতে অস্ত্রসহ একজন গ্রেপ্তার 

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর আইনশৃঙ্খলার দায়িত্ব রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাহিনীর দায়িত্বশীলরা মহেশখালীতে আসার পূর্বে কিছুটা লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটলেও বর্তমানে নৌবাহিনীর টহল জোরদার করায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। 

বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টিকারী যে দলরই হোক কেন কাউকে ছাড় দিচ্ছে না তারা। তাই মহেশখালীতে বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

সে ধারাবাহিকতায় গত শনিবার ছোট মহেশখালী এলাকায় লে. কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন ঠাকুরতলা আদিনাথ মন্দির এলাকায় টহল পরিচালনা করে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশখালীতে দায়িত্বরত কর্মকর্তা জানান, সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে টহলরত নৌবাহিনী দলটি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির নাম রায়হান পিতা, আমির হোসেন গ্রাম: ফকিরাঘোনা, থানা: মহেশখালী, জেলা: কক্সবাজার। 

এ সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

টিএইচ